করোনায় টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী মৃত্যু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 14 June 2020

করোনায় টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী মৃত্যু

একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা ফেরদৌস আহমদ জমিরী হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালং হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
স্থানীয় সূত্র জানা যায়, কয়েক দিন তিনি আগে তিনি কুতুপালং হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ জন মেয়ে ৩ জন ছেলে, নাত-নাতি রেখে যান।
আজ বাদ আসর হ্নীলা মৌলভী বাজারে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages