নবনির্বাচিত জাকপ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 27 June 2020

নবনির্বাচিত জাকপ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

নাজনীন চৌধুরী:

সুপ্রিয়, কবি, লেখক, পাঠক, সাহিত্য প্রেমী বন্ধুরা বিগত কয়েকদিনের যাচাই বাছাইয়ের ভীষণ কষ্টকর অধ্যায় শেষে আমরা দেশের সর্ববৃহৎ বিশুদ্ধ সাহিত্য সংগঠন "জাতীয় কবি পরিষদ (জাকপ)"এর "জাকপ কেন্দ্রিয় নির্বাহী কমিটি "এর পূর্ণাঙ্গ নতুন কমিটি হাতে পেয়েছি।
এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও তৃপ্ত। প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন রইলো কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি।
এ কমিটি সফল ও সার্থকভাবে তাদের দায়িত্ব পালন করে জাকপকে আরো সমৃদ্ধ করে তুলবে এ আশাবাদ ব্যক্ত করছি।
শুভ কামনা ও নিরন্তর শুভেচ্ছা রইলো নবনির্বাচিত " জাকপ কেন্দ্রিয় নির্বাহী কমিটি " এর সকল নেতৃবৃন্দের প্রতি...আর আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব টিপু রহমান স্যারকে ( প্রতিষ্ঠাতা পরিচালক, জাকপ) আমাকে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করায়। জাকপ কেন্দ্রিয় নির্বাহী কমিটি   প্রতিষ্ঠাতা পরিচালক- টিপু রহমান সম্মানিত উপদেষ্টা ও পরামর্শকগণঃ- কবি জাহাঙ্গীর ফিরোজ,কবি ফরিদ আহমদ দুলাল,কবি শাহীন রেজা,দিলু রোকিবা,পলক রহমান,গোপাল চন্দ্র মুখার্জী,সাজু কবির,দিদার সরদার,আজাদ রায়হান,জয়নাল আবেদীন স্বদেশী,মোঃ শফিকুল ইসলাম ভুঁইয়া,মিজানুর রহমান তোতা,ফরিদ হাসান,মোহাম্মদ শহীদুল্লাহ। সভাপতিঃ-শফিকুল ইসলাম নির্বাহী/ কার্যকরী সভাপতি-ডাঃ মেহেদুল আলম, প্রধান সমন্বয়কারী-উম্মে কুলসুম মুন্নি।
সিনিয়র সহ -সভাপতি- মোঃ মাসুদ আহমদ, সহ- সভাপতিগণঃ- আশরাফী খানম, আয়েশা আক্তার সীমা,হোসনে আরা লিলি, মাহমুদুল হাসান,শামীমা আক্তার ডেইজী, এস.কামরুন নাহার, ফাতেমা ইশরাত রেখা, ক্যাপঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, সমাপ্তি খাঁন চৌধুরী, এস.এম তৌফিক এলাহী, ইমরান ইবনে আরজ,আবু হোসেন, মোঃ নূরুল হুদা, কামরুন নাহার হেনা, চৌধুরী নিলুফার জাহান চৌধুরী, ফেরদৌসী খানম রীনা, ফিদ্দাতুল হাবিবা, নন্দীতা দাস,শিরিন আক্তার, শিরিন আক্তার( বি.বাড়িয়া, চট্রগ্রাম), শাহানা রহমান, জেবুন্নেছা বেগম, কোহিনূর রহমান, আমিনুল হক,সেলিনা আহমেদ,রায়হানাতুল জান্নাত,শারমিন সুলতানা, শামিমা সুলতানা, মোঃ আব্দুল গনি ভূঁইয়া, ইসমত জেরিন, মোঃ রমজান আলি খাঁন, শেখ আখতারুজ্জামান দরগাহপুরী, কাজী রাশেদ, এনায়েতুল কবির, সাইফুল ইসলাম মণ্ডল, নিলুফার জাহান রুমা, গুলশান আরা রুবী, জান্নাত মঞ্জু, পল্লব রেভূলেট, সুধাংশু শেখর হালদার, এ.কে.এম বজলুর রশীদ, মাসুদ আলম, সালমা জামান, ডেইজি জলিল রোদেলা। সাধারণ সম্পাদক-এম,সাফায়েত হোসেন।
যুগ্ম- সাধারণ সম্পাদক-খন্দকার ফরহাদ, মোঃ শাহীন আলম, সায়েখ শীতল, সাইকুল ইসলাম, মোহাম্মদ আজিজুল ইসলাম, সাবিনা সিদ্দিকী শিবা, নূর এ সিকতা, হোসাইন আহমেদ রিপন, আহেদুল ইসলাম আদেল, নাসরিন জাহান, কর্নেলিয়াস নীল হেমরম, মরিয়ম আক্তার তুলি, রোকসানা তানি, রোকসানা সুইটি,রিতা ধর, পারুল নিশা, সৈয়দা রুকসানা হক সোনিয়া, ফয়জুল্লাহ মাহমুদ, তাসলিমা বেগম, শামসুন্নাহার রুবাইয়া, ইসমত জেরিন, মাজহারুল মোর্শেদ,সায়দুল হক, রেহানা হাসান, রওশন চামেলি, রিফাত আহমেদ আউয়াল, হাবিবুর কাইয়ুম মোবারুল হক টিটু, নীলিমা ইয়াসমিন, শিরিন হক, আফরিন শিলা, ফারহানা লেবী, নাজনীন চৌধুরী, তাসফিয়া অরন্য মেঘলা তালুকদার, সুশীল মজুমদার, তিমিরবরণ পাল,মোঃ খাজা হারুন,হাবিবুর রহমান হাবিব, ইশরাত জাহান রোজী, শামীম স্বপন, অহনা রহমান, এম. হাবিবুর রহমান, রাজু আহমেদ রাজু।
সহ- সাধারণ সম্পাদকগণঃ-রেবেকা সুলতানা, মাসুম বিল্লাহ, রাবেয়া আলমগীর, রিয়াজুল করিম, সাবেরা হোসাইন, মনোয়ারা বেগম স্মৃতি, উত্তম কুমার মুক্ত, রবিউল ইসলাম, শরিফুর রহমান, সাবিনা ইয়াসমিন ( স্বাস্থ্য সহকারী), মাহমুদ হুসাইন, সেলিনা শিউলী, আফরোজা বেগম, ইমাম হাসান, নাসির আহমেদ, আবদুল ফারুক ইসলাম, রাজিব আর ডি রাজিব, আনসার উদ্দিন ভূঞা, বন্যা ইসলাম, মনিরুজ্জামান মনির, মুহিবুর রহমান মুহিব, তাহমিনা আক্তার, মেহেদী কিং, আবদুল হান্নান, মোঃ রাকিব আলি, মুহম্মদ আবদুল বাকী, মোহাম্মদ আমজাদ হোসেন ভূইয়া, ফাতেমা রহমান, মোহাম্মদ কিবরিয়া বাদল, এ.এইচ জিহান মৃধা, মোঃ রাজ রাকিব খান, আরিফুল ইসলাম, মোঃ জুয়েল খান, নূর আহমেদ,সালাম সালেহ উদ্দিন, লিটন রায়, ফারজানা সুমী, সেলিনা আক্তার, মো. আনোয়ার হোসেন, মারুফ চৌধুরী, ভুলু রহমান, আসাদুজ্জামান বিপুল, মমতাবুল ইসলাম, নেয়ামত উল্লাহ, কথা চৌধুরী, আমির হামজা।
সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)- অরন্য হাসান দেলোয়ার। সহ- সাং. স.- শোভা রাণী বিশ্বাস।, সহ- সাং. স. - জাহিদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ)-নূর নবী নূর।
সহ- সাং.স.-, সাংগঠনিক সম্পাদক- (রাজশাহী বিভাগ)-শাহাদাৎ হোসেন রাজীব, সহ -সাং. স-প্রতাপ কুমার, সহ- সাং, মোঃ এনামুল হক এনাম, সাংগঠনিন সম্পাদক-(খুলনা বিভাগ)- হোসেন আলী নীল, সহ- সাং. স.-প্রতাপ কুমার, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ),-শফিকুল ইসলাম( জুনিয়র), সহ- সাং. স.-এন এন মুন, সহ- সাং.স.- লকিতুল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)-ইসমত আরা, সহ- সাং. স.-মোর্শেদ সরোয়ার জুয়েল,  সহ- সা. স. - মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদকঃ-বি, আর শোয়েব (ময়মনসিংহ বিভাগ)-সহ- সাং স-নাজমুল হক সরকার নাদিম, সাংগঠনিক সম্পাদক - (সিলেট বিভাগ)-আয়েশা মুন্নি, সহ- সাং. স.-বিশ্বজিৎ দেবনাথ হৃদয়।, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মন্ডলীঃ-১।তাহসান ফারুক,টিপো রহমান, সৈয়দা ফেরদৌসী ( যুক্তরাজ্য) ২। শেখ হেলাল, ওয়াফা আয়াত চৌধুরী, এস.এম এন ইসলাম, মোঃ দিদারুল হক, রাকিবুল হাসান, ফরিদুজ্জামান খোকন, সাদ আক্কাছ মিঞা, এম ডি ভূঁইয়া, মোঃ রয়েল পাঠান, মাইশা ইসলাম, (মধ্যপ্রাচ্য) ৩। আবুল হাসেম, বাশার খান (মালয়েশিয়া) ৪। মুখপাধ্যায় সুমিতা, জোবায়রা খাতুন, সুমিতা বর্ধন, কাকলী সাহা, জুবায়ের হোসেন, অশোক বিশ্বাস, দীলিপ দাশ, ভাস্কর বোস,জীবন বিশ্বাস,সুস্মিতা দত্ত। (ভারত) ৫। মিঠুন কুমার সমাদ্দার (জার্মানী) ৬। এলমান সাঈদ (সুইডেন) ৭ । রোকেয়া দিপা, লুবনা কাইজার (যুক্তরাস্ট্র) ৮৷ নাসির মাহমুদ (ইরান),  প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক-ফারহানা লেবী, সহ- প্রচার ও মিডিয়া সম্পাদক- রোজী আফরোজ, অর্থ সম্পাদক সাইফ শিশির, সহ- অর্থ সম্পাদক-আবদুল হান্নান ইউজেটিক্স, দপ্তর সম্পাদক-রিকতা আক্তার, সহ- দপ্তর সম্পাদক-বিধু চন্দ্র দেবনাথ, সাহিত্য সম্পাদক-মোঃ জয়নাল। বিজ্ঞপ্তি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages