দোয়ারাবাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 17 June 2020

দোয়ারাবাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে  সুমা আক্তার (২৪) নামে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের নেতরছই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী। 
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের কোনো এক সময় সকলের অজান্তে বসতঘরের পেছনের বারান্দায় ঘরের চালার বর্গার (মাড়ইল) সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকে ওই গৃহবধু। পরে বেলা ১১টার দিকে নিজ বসতঘরের পেছনের বারান্দায় তার ঝুলন্ত লাশ দেখতে পান বাড়ির লোকজন।     
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২ বছর আগে বিয়ে হলেও তাদের সংসারে কোনো সন্তানাদি জন্মায়নি। প্বার্শবর্তী বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে ওই গৃহবধুর পিত্রালয় হলেও অনেক দিন ধরে    বেড়াতে যাওয়া হয়নি তার। সম্প্রতি তার ছোট বোন তাকে বেড়াতে  নিতে আসে তাদের বাড়িতে। কিন্তু এ পাল্টাও স্বামী তাকে পিত্রালয়ে যেতে বারণ করে শ্যালিকাকে ফিরিয়ে দেন। তাই মনের মাঝে পুষে রাখা এসব অভিমানে হয়তোবা আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে অনেকই ধারণা করছেন। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages