মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
লকডাউন শিথিল করলেও সারাদেশে স্বাস্থ বিধিমালা সতর্ক ও মাক্স ব্যবহার করার নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্য বিধিমালা লঙ্গন ও মাক্স ব্যবহার না করায়, ঢাকার দোহারে ব্যবসায়ী, গাড়ি চালক ও পথচারীসহ ১১ জনকে অর্থদন্ড প্রদান করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে, সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে, উপজেলার দোহার, সুতারপাড়া ও মেঘুলা বাজারে অভিযান পরিচালনা করে মাক্স বিহীন ব্যবসায়ী,গাড়ি চালক ও পথচারীসহ ১১ জনকে আটক করে।
পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণে অর্থদন্ড করেন নির্বাহী মেজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। জ্যোতি জানান, দোহারে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলছে, করোনা যাতে ছড়াতে না পারে তাই প্রত্যেক ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের মাক্স ব্যবহার বাধ্যতামূলক। আমাদের এ অভিযান অব্যহিত থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment