আল আমিন মুন্সী:
করোনাভাইরাস মধ্যে চলছে মাদক কারবারিদের মাদক বিক্রি, নরসিংদী জেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাফায়েত হোসেনের নেতৃত্বে এসআই দিদারুল আলম খান ও এসআই জাহাঙ্গীর আলম এর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শুক্রবার সন্ধায়
অভিযান পরিচালনা করে। মোবারক হোসেন (৩৫) নামে নরসিংদী জেলার এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এই আসামী বংগারচর এলাকার হারুন মিয়ার ছেলে। এ বিষয় মাধবদী থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়। মাদক ব্যবসায়ী মোবারক হোসেন।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে মাদক এনে জেলার সকল জায়গায় বিক্রি করতো তার কারনে অনেক ছেলে মেয়ের জীবন নষ্ট হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা মাদক সহ গ্রেফতার করি। তার কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৯০,০০০ টাকা।
এই গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ছিনতাই,চুরিসহ একাধিক মামলা আছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment