একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
ভোরের কুয়াশায় দিনের শুরু, গোধূলির নিস্তব্ধতায় ক্লান্তিময় দিনের শেষ। পড়ন্ত বিকেলে যখন চায়ের কাপে চোখ যায়, ভেসে ওঠে তোমার শান্ত স্নিগ্ধ মুখাবয়ব। তোমার সান্নিধ্যে পেয়েছিলাম লেখার অনুপ্রেরণা কিন্তু আজ গোধূলির নিস্তব্ধতা- লেখা আর হয় না। তোমাকে নিয়ে যখনই ভাবি, দৃশ্য মনে হয়, এক হাতে কলম আর এক হাতে, সমাজ পরিবর্তনের ব্রতী। আজো মনে হয় তোমার কথাগুলো সামাজ পরিবর্তনের জন্য কতটা জরুরী। সদা হাস্যোজ্জ্বল মিতভাষী- ক্ষনিকের পরিচয় মানুষকে আপন করে নেওয়ার অনুভূতি, এ যেন ভুলার নয়। পেশাগত জীবনে বহুবিধ প্রতিভার স্বাক্ষর, অনন্য বৈশিষ্ট ছিল তোমার জীবনের। জাতির প্রতি তোমার ভালবাসা হাজারো সাংবাদিকদের দিবে দিক নির্দেশনা।
লেখক
মোহাম্মদ খায়রুল আলম
প্রতিষ্ঠাতা সভাপতি:
এপেক্স ক্লাব অব রেনেসাঁ রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশান ২৪/৩ এম. সি. রায় লেন, ঢাকা-১২১১
No comments:
Post a Comment