জনপ্রিয় অভিনেতা স্বাধীনের শর্টফিল্ম 'জেলে'র শুটিংয়েই কেড়ে নিল সুবিধাবঞ্চিত জেলেদের মন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 17 June 2020

জনপ্রিয় অভিনেতা স্বাধীনের শর্টফিল্ম 'জেলে'র শুটিংয়েই কেড়ে নিল সুবিধাবঞ্চিত জেলেদের মন

হাসনাইন আহমেদ হাওলাদার:
সম্প্রতি শেষ হলো জেলেদের বাস্তব জীবন নিয়ে নির্মিত শর্টফিল্ম ‘জেলে’ । শর্টফিল্ম এ ফুটে উঠেছে জেলেদের করুন জীবন যাত্রা এবং দাদনদার বা দালাল কর্তৃক জেলদের উপর অমানবিক শোষনের করুন চিত্র। শর্টফিল্মর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তরুণ মডেল ও অভিনেতা স্বাধীন । স্বাধীন জানায় , এই প্রথম কোন কাজ করতে গিয়ে নিজেরর চোখে পানি চলে এসেছে। প্রতিটি মানুষকে সম্মান জানানো আমাদের একান্ত দায়িত্ব। এই শর্টফিল্ম এ শুধু জেলেদের জীবন যাত্রা নিয়ে কাজ করেছি। শুধুমাত্র জেলেদের সম্মান করতে হবে এটাই নয় বরং প্রতিটি মানুষকে এবং প্রতিটি দিনমজুর কে মানবিক দৃষ্টিতে তাদের ভালবাসতে হবে। তাদের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। অভিনেতা সুপ্তি দাস বলেন, জেলেদের জীবন যাত্রা নিয়ে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি সুন্দর একটি কাজ আপনাদের উপহার দিতে পারবো। ‘জেলে’ শর্টফ্লিমটি পরিচালনা করেছেন পরিচালক নাজিম খান জয়। রচনা করেছেন ভোলার কৃতি সন্তান সময়ের জনপ্রিয় মডেল ও তরুণ অভিনেতা স্বাধীন চৌধুরী। আরো অভিনয় করেছেন- রেদওয়ান, পরান আহসান, শিশু শিল্পী মাহি, শিপন, আলামিন সহ আরো অনেকেই ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages