পেকুয়া সদর ৬নং ওয়ার্ড পূর্ব সরকারি ঘোনা সমাজ কমিটি নির্বাচন সম্পন্ন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 16 June 2020

পেকুয়া সদর ৬নং ওয়ার্ড পূর্ব সরকারি ঘোনা সমাজ কমিটি নির্বাচন সম্পন্ন

এইচ এম শহীদ, পেকুয়া থেকে:
সভাপতি মো. নুরুন নবী, সাধারণ সম্পাদক মো. জাফর
১ম বারের মত পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব সরকারি ঘোনা সমাজ কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন  সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বাইতুল ইজ্জত জামে মসজিদ- হল রুমে সম্পূর্ন গণতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ৭৬ জন সদস্যের ৩৭ ভোট পেয়ে  সভাপতি নির্বাচিত হন মোঃনুরুন নবী।
নিকটতম প্রার্থী মোঃজাফর মাঝি প্রাপ্ত ভোট ৩৬।৪১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আনুমিয়া। নিকটতম প্রার্থী শহিদুল ইসলাম  প্রাপ্ত ভোট ২৯।  সাধারণ সম্পাদক মো: জাফর আলম ৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন।
নিকটতম প্রার্থী ইলিয়াছ প্রাপ্ত ভোট ৩৩ ভোট।  কোষাধ্যক্ষ পদে মোঃবদিউল আলম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রার্থী আলহাজ মোক্তার আহমেদ  পেয়েছেন ৩১ ভোট।
সদস্য পদে  বিনাপ্রতিদ্বীতায় নির্বাচিত  হয়েছেন যথাক্রমে মোঃ আরফান। মোঃ রেজাউল করিম ।  আবদুল মালেক।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মোঃ আহমদ নুর  । নির্বাচন পরিচালন করেন- পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ডের এমইউপি- ইসমাইল সিকদার,মৌ: আমির হোসেন। উপদেষ্টা- মোঃ আবু হানিফ, মৌঃ সিরাজু দৌল্লাহ, মোঃ ইউনুস, মোঃ মজিবু হক। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য লোকজন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages