করোনায় কেটে নিল চমেক অর্থপেডিক বিভাগের সহযোগী ডা. সমিরুল ইসলামের প্রাণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 24 June 2020

করোনায় কেটে নিল চমেক অর্থপেডিক বিভাগের সহযোগী ডা. সমিরুল ইসলামের প্রাণ

রোমান উদ্দীনে চৌধুরী:
করোনা ভাইরাসে কেটে নিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলাম বাবুর প্রাণ।
বুধবার (২৪ জুন) দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জি.এম. সেলিম উদ্দীন । তার দুই সন্তান রয়েছেন। তার স্ত্রী ও চিকিৎসক। এর আগে করোনায় আক্রান্ত হয়ে ১১ দিন বাসায় চিকিৎসা নিয়েছেন। পরে গত ২১ মে তাকে চমেক হাসপতালের একটি কেবিনে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হয়।
২৬ মে সকালের দিকে তার অক্সিজেনের সেচুরেশন কমে গেলে তখন তড়িঘড়ি করে অক্সিজেনের চাপ বাড়ানো হয়। এরপরই চিকিৎসকরা ওইদিন সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ডা. সামিরুল ইসলামের শরীরে ২৫০ মিলিলিটার প্লাজমা দেওয়া হয়।
সদ্য করোনা যুদ্ধে জয়ী মো. তারেক নামে এক ব্যক্তির শরীর থেকে প্লাজমা সংগ্রহ করে তা এই চিকিৎসকের শরীরে দেওয়া হয়। এর দুই দিন পর সিএমপির করোনাজয়ী পুলিশ কনেস্টেবল অরুন চাকমার শরীর থেকেও প্লাজমা দেওয়া হয়।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages