বাঁশখালীতে চাঞ্চল্যকর ১১ হত্যা মামলার পলাতক অাসামী গ্রেপ্তার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 18 June 2020

বাঁশখালীতে চাঞ্চল্যকর ১১ হত্যা মামলার পলাতক অাসামী গ্রেপ্তার

সৈকত আচার্য‌্য, বি‌শেষ প্রতি‌বেদক:
চট্টগ্রা‌মের বাঁশখালীতে চাঞ্চল‌্যকর ১১ হত‌্যা মামলার এক আসামী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।
বৃহস্প‌তিবার (১৮ জুন) ভোর সকা‌লে বাঁশখালী উপ‌জেলার খানখানাবাদ ইউনিয়‌নের রায়ছটা এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী জ‌সিম একই ইউ‌নিয়‌নের ডোংরা গ্রা‌মের আবদুর শুক্কু‌রের পুত্র।
সেই পুড়া বাড়ীর চিত্র 
থানা পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, বিগত ২০০৩ সা‌লে উপ‌জেলার সাধনপুর ইউ‌নিয়‌নের দ‌ক্ষিণ সাধনপুর শীলপাড়া গ্রা‌মে রা‌তের অন্ধকা‌রে বা‌ড়ি‌তে পে‌ট্রোল ছি‌টি‌য়ে আগুন দি‌য়ে নৃশংসভা‌বে খুন করা হয় একই প‌রিবা‌রের শিশুসহ ১১ জন‌কে।
নিহতদের কয় জনে ছবি
সেই মামলার আসামীরা বি‌ভিন্ন স্থা‌নে পলাতক থাকায়‌ এবং মামলা সংক্রান্ত নানা জ‌টিলতার কার‌ণে আসামীরা দীর্ঘ‌দিন ধ‌রে ধরা‌ছোঁয়ার বাই‌রে ছিল।
এরই প্রেক্ষি‌তে ওই মামলার আসামী জ‌সিম খানখানাবাদ ইউ‌নিয়‌নের রায়ছটা গ্রা‌মে তার শ্বশুর বাড়ী‌তে অবস্থান নি‌য়ে‌ছে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেপ্তার ক‌রে বাহারছড়া ফা‌ঁ‌ড়ির পু‌লিশ।
বাহারছড়া পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ মো. আ‌জিজুল বারী একুশে মিডিয়াকে ব‌লেন, "গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লিয়ে সাধনপু‌রের ১১ হত‌্যা মামলার আসামী জসিমকে আটক ক‌রে থানায় প্রেরণ করা হ‌য়ে‌ছে।
বাঁশখালী থানা অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মো. রেজাউল ক‌রিম  মজুমদার বাঁশখালীর চাঞ্চল‌্যকর ১১ হত‌্যা মামলার আসামী জসিমকে গ্রেপ্তারের বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত করেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages