হাসনাইন আহমেদ হাওলাদার:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন পরিষদ'র সচিব মোঃ হোসেন সহ নতুন করে আরোও ৪ জন করোনা রোগি সনাক্ত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের ৪ জনেরই রিপোর্ট পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ল্যাবে বোরহানউদ্দিনের ৪ টি নমুনা পরীক্ষা করা হলে তন্মধ্যে ৪ টি নমুনাই পজিটিভ আসে।
বৃহস্পতিবার (৫জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা তপতী রায় চৌধুরী।
আক্রান্তদের মধ্যে, পৌর ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হোসেন। সে উপজেলার হাসান নগর ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত রয়েছে। পৌর ৫নং ওয়ার্ডের ডাইবেশন রোডের বাসিন্দা নুর সুলাইমান মাস্টার। সে উপজেলার টবগী ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পৌর ২নং ওয়ার্ডে আক্রান্ত ব্যাক্তি তজুমদ্দিন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত। এবং গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামের বাসিন্দা।
এদিকে ওই সকল করোনা রোগিদের বাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ীগুলো লকডাউন করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী। এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী আক্রান্তদের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা সনাক্ত হওয়া বাড়ীগুলো লকডাউন করে দেয়া হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment