কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে শুভপুর ইউনিয়নে ৫১০ পরিবারের মধ্যে আর্সেনিক এলবাম-৩০ প্রদান করেছেন চৌদ্দগ্রাম উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক রোটারিয়ান ডাঃ আনোয়ার হোসেন।
২৪ ই জুন বুধবার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে ৫নং শুভপুর ইউনিয়ন বিএনপির উদ্যােগে উক্ত ঔষুধ বিতরণ করা হয়।
ওষুধ বিতরণ অনুষ্ঠানে শুভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবদুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শুভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম বিএসসি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিতু, সাংগঠনিক সম্পাদক সেলিম মুহুরী সহ আরো অনেকে ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি তাজুল ইসলাম, ডাঃ আবুল কালাম, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, বিএনপি নেতা আবদুল বারিক মেম্বার, আলী আশ্রাফ, জালাল আহমেদ, নুরুল আমিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ। শুভপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য
চলমান মহামারী তে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ওষুধ উপহার হিসেবে প্রদান করায় উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক রোটারিয়ান ডাঃ আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন।জানা যায় যে করোনা মহামারী তে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৭ হাজার পরিবারের মধ্যে বিনামূল্যে আর্সেনিক এলবাম প্রদান করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment