রবিউল ইসলাম, ঝিনাইদহ:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে আমিরুল ইসলামের নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত জবেদ বিশ্বাসের ছেলে। ছামসুলের ছেলে শাহিন নামের এক ব্যক্তি তাকে কুপিয় হত্যা করে।
জানা যায়, কয়েকদিন আগে দৌলতপুর গ্রামের একটি ছাগল কেনা বেচাকে কেন্দ্র করে গোলযোগ হয়। সেই বিষয়টি আমিরুল নিজে উপস্থিত থেকে মিটিয়ে দেয়। এ ঘটনায় প্রতিপক্ষরা তার উপর ক্ষুব্ধ হয়। আজ শুক্রবার সন্ধ্যায় গ্রামের রাস্তা দিয়ে যাবার সময় প্রতিপক্ষরা তাকে ধরারো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কলে কর্তব্যরত চিতিসক তাকে মৃত গোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমিরুল নামের একজনকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। থানায় এখনো মামলা হয়নি তবে পুলিশ আসামীদের ধরতে অভিযান চালাচ্ছে। কি কারনে হত্যাকান্ড তা তদন্ত করছে পুলিশ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment