পশ্চিম শিলকূপ স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কমিটি গঠন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 3 June 2020

পশ্চিম শিলকূপ স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কমিটি গঠন

একুশে মিডিয়া, রিপোর্ট:
চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নস্থ শিক্ষাবান্ধব ও আর্থসামাজিক উন্নয়নমূলক সংগঠন 'পূর্ব-মনকিচর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন' (ইএমএসডাব্লিউএফ) এর ২০২০-২১ সেশনের জন্য পশ্চিম শিলকুপ স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সার্বিক কার্য্যক্রম পরিচালনার জন্য ২০২০-২০২১ সেশনের জন্য মাহমুদুল হাসান কে সভাপতি, আবির মহি উদ্দিন কে সাধারণ সম্পাদক করে ফাউন্ডেশনটির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এ কমিটি একবছর পর্যন্ত কার্যকর থাকবে।ফাউন্ডেশনের অন্যন্য নির্বাচিত সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি বেলাল উদ্দিন, সহ-সভাপতি নাঈম উদ্দিন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক মুমিনুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুবিনুল হক, অফিস সম্পাদক এমরানুল হক, সহকারি অফিস সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মহি মহি উদ্দিন ঈসা, সহকারি অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মহি উদ্দিন, ক্রীড়া সম্পাদক শাহাব উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন, সাহিত্য সম্পাদক মো. আনিছ, সাংস্কৃতিক সম্পাদক মাঈন উদ্দিন, মিডিয়া সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক মো. ফয়সাল, প্রচার সম্পাদক আরমানুল হক, বিতর্ক সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক তাসরিফুল আলম তুহিন, শিক্ষা ও আইটি সম্পাদক ওমর ফারুখ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুশফিকুর রহিম। সিনিয়র সহযোগী সদস্য তানবীর মাহবুব তালিম, নিয়ামত উল্লাহ্।
মঙ্গলবার (২ জুন) উপদেষ্টা পরিষদ সদস্য সাংবাদিক শিব্বির আহমদ রানা ও কার্যকরি পরিষদের সদস্য আবরার হাসান রিয়াদ, এনামুল হক, আনিছুর রায়হান এর যৌথ স্বাক্ষরে পশ্চিম শীলকূপ স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০২০-২১ সেশনের কমিটির অনুমোদন প্রদান করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে এ ফাউন্ডেশন শিক্ষাক্ষেত্রে ও সামাজিক উন্নয়ন কাজে অনন্য অবদান রেখে যাচ্ছে। তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে এলাকার তরুণেরা উচ্চ শিক্ষায় ধাবিত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে তাদের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে রয়েছে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, কৃতিশিক্ষার্থী সংবর্ধনা, ফ্রি কোচিং ব্যবস্থা নিশ্চিৎ করণ, পরিক্ষার ফি ও ফরম পূরণে আর্থিক সহযোগীতা, বিভিন্ন স্কুল- কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহযোগীতা ইত্যাদি।
অন্যদিকে শিক্ষার প্রসারের পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে সহযোগীতা করে যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদান, চিকিৎসা সহায়তা প্রদান, গরীব ও অসহায় লোকদেরকে আর্থিক সহযোগীতাসহ বিভিন্ন দূর্যোগে তারা এলাকাবাসীর পাশে দাঁড়াচ্ছে।
উল্লেখ্য, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ আবরার হাসান রিয়াদ, মুহাম্মদ আনিসুর রায়হান, মুহাম্মদ এনামুল হক রাহাত প্রাথমিকভাবে ২০১৬ সালে ফাউন্ডেশনের অগ্রযাত্রা শুরু করেন। বিজ্ঞপ্তি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages