আল আমিন মুন্সী:
করোনাভাইরাসের মধ্যে ও মাদক ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। নরসিংদী জেলায় বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিট এ সময়।
জেলার ডিবি পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ভেলানগর সাকিনস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পিক আপ ভ্যান হইতে মোঃনাদিম মিয়া (৩০) নামে এক ব্যবসায়ীকে ১২ বোতল ফেঁনসিডিল সহ গ্রেফতার করেন। আসামী নাদিম মিয়া পশ্চিম ভেলানগর এলাকার মৃত দুলু মিয়ার ছেলে।
ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়। এই আসামী দীর্ঘদিন ধরে ফেঁনসিডিল সহ বিভিন্ন মাদক বিক্রি করতে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আমরা গ্রেফতার করি।
তার কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য - ৯,৬০০ টাকা, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment