মোহাম্মদ ছৈয়দুল আলম:
চট্টগ্রামের বাঁশখালী কালীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার (৬ জুন) সকালে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৩, ১৪, ১৫ তম খাদ্যসামগ্রী বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, অসহায় মানুষের মাঝে সরকার প্রদত্ত খাদ্য সামগ্রী তুলে দেন। এ কাযক্রম চলমান রয়েছে।
এ সময় উপজেলা প্রশাসন কর্তৃক দায়িত্বরত কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া (পিএইচডি) সহ কালীপুর ইউপি সদস্য সানন্দ রুদ্র, আবুল কালাম, আনোয়ারুল আজিম, ফিরোজ তালুকদার, নুরুল মোস্তফা, বেবী আক্তার উপস্থিত ছিলেন প্রমুখ।
খাদ্য সামগ্রী বিরতণকালে কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম বলেন, বর্তমান করোনা কালীন সময়ে সরকারের পক্ষ থেকে ১৫তম খাদ্য, শিশু খাদ্য ও উপহারসামগ্রী প্রদান করা হচ্ছে। আমার ইউনিয়নে সরকার ও ব্যক্তিগত ভাবে তিন সহস্রাধিক পরিবারের মাঝে এ উপহার সামগ্রী পৌঁছানো হয়েছে। আগামীতে যারা এখনো পাননি তাদের দেওয়া হবে বলে তিনি জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment