ফেসবুকে প্রেম পরে দেখা করার নামে অপহরণ, প্রতারক চক্রের নারী সদস্য আটক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 29 June 2020

ফেসবুকে প্রেম পরে দেখা করার নামে অপহরণ, প্রতারক চক্রের নারী সদস্য আটক

একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:

অনলাইনে দেখা করার জন্য ফুসলানো। পরে দেখা করার নামে অপহরণ করাই তাদের কাজ। এমনই এক চক্রের এক নারী সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। আটককৃত ওই নারীর নাম মাকসুদা শেখ প্রকাশ সামিয়া (২৪)’।
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকা থেকে রবিবার (২৮ জুন) তাকে আটক করা হয়।
র‌্যাব-৭ সূত্র জানায়, অনলাইনে ফুসলিয়ে নির্জনে দেখা করার নামে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে এমন একটি অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে র‌্যাব।’
পরে অপহরণকারী চক্র উত্তর কাট্টলীর মাদ্রাসা রোডের বিশ্বাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে একটি বাসায় মুক্তিপণের বিনিময়ে ভিকটিমকে ছেড়ে দেয়ার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামিয়া নামের ওই নারীকে আটক করা হয়’।
এ সময় অপর দুই আসামি জাহিদ হারুনী (৪০) ও হাসান আরিফ (৩৩) পালিয়ে যায়।র‌্যাব আরও জানায়, আটককৃত সামিয়াকে জিজ্ঞাসাবাদে সে ফুসলিয়ে নির্জনে দেখা করে অপহরণের কথা স্বীকার করে। আসামিরা দীর্ঘদিন ধরে এ ধরনের কাজ করে আসছিল। আটককৃত ওই নারীকে ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।’




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages