এম এ হাসান, কুমিল্লা:
চলমান মহামারী করোনায় আক্রান্তের বৃদ্ধির মারাত্মক পরিস্থিতি তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ''এক ইঞ্চি জমিও অনাবাদী রাখবেন না’ এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লা চৌদ্দগ্রামে স্থানীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির পক্ষ থেকে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের সবজির বীজ বিতরণ করেছেন কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন।
১৪ই জুন রবিবার সকাল ৮ ঘটিকায় ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ১শত কৃষকের মাঝে উন্নত জাতের সবজির বীজ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমগীর হোসেন মেম্বারের পরিচালনায়
এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায়ক সালমান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।
উক্ত বীজ বিতরণ এর মূহুর্তে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন বলেন, আপনার বাড়ীর আশে পাশে খালি জায়গায় এসকল বীজ রোপণ করে পুষ্টিকর খাবার খাওয়ার বিষয়টি চিন্তা করে আমাদের স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক মুজিব এমপি এসকল উপহার আপনাদের নিকট পাঠিয়েছেন এছাড়া তিনি সার্বক্ষণিক সকলের খোঁজ খবর নিচ্ছেন,আমি জনপ্রতিনিধি রাত দিন আপনাদের সেবা প্রদানে এই দূর্যোগের মূহুর্তে ঘরে বসে না থেকে ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি,তারপরও আপনারা নিরাপদ থাকুন পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন, ইনশাআল্লাহ আমাদের বিপদ কেটে যাবে।উন্নত জাতের সবজির বীজ এর প্যাকেটে রয়েছে ঢেঁড়স, ডাটা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, শশা, ঝিঙা, বেগুন সহ দশ রকমের সবজি বীজ। দূর্যোগ মূহুর্তে মুজিবুল হকের দেওয়া উপহার পেয়ে এসময় সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment