মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি :
ঢাকার দোহারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ৬ জনকে অর্থদণ্ড প্রদান করেছেন। উপজেলার জয়পাড়া, দোহার ও মেঘুলা বাজারে এ অভিযান পরিচালনা করেন।
সোমবার বিকালে, নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার নেতৃত্বে উপজেলার জয়পাড়া বাজার, দোহার বাজার এবং মেঘুলা বাজারের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন।
এ সময় করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মানায়, ৩ পথচারীসহ ব্যাবসায়ীদের আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদলতেরর মাধ্যমে প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদাণ করেন। আফরোজা আক্তার বলেন, করোনা প্রতিরোধে সকলকে সামাজিক দুরত্ব বজায় ও মাক্স ব্যবহার বাধ্যতামূলক। ভ্রাম্যমাণে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ও দোহার থানা পুলিশ সদস্য গণ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment