বাঁশখালী‌তে খা‌লে বোট নামা‌তে গি‌য়ে নিহত ১ ও আহত ২ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 23 June 2020

বাঁশখালী‌তে খা‌লে বোট নামা‌তে গি‌য়ে নিহত ১ ও আহত ২

সৈকত আচার্য‌্য, বি‌শেষ প্রতি‌বেদক:
চট্টগ্রামের বাঁশখালীতে খা‌লে মাছ ধরার বোট নামাতে গি‌য়ে ১ জন নিহত ও ২ জন আহত হ‌য়ে‌ছে। সোমবার (২২ জুন) বিকাল ৩ টার দি‌কে উপ‌জেলার কাথা‌রিয়া ইউনিয়‌নের চুন‌তিবাজার সংলগ্ন জলকদর খা‌লে এ ঘটনা‌টি‌ ঘ‌টে। এ ঘটনায় কাথ‌ারিয়া জে‌লে পল্লী‌তে শো‌কের মাতম চল‌ছে।
স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সোমবার বিকাল ৩ টার দি‌কে কাথ‌ারিয়া চুন‌তি বাজ‌ার সংলগ্ন জলকদর খা‌লের পা‌নি‌তে মাছ ধরার বোট নামা‌নোর সময় বো‌টের তলা‌নি‌তে স্ব‌জো‌রে ধাক্কা লে‌গে গুরুতর আহত হয় ক‌য়েকজন জে‌লে।
এ সময় গুরতর আহত আবদুল মান্নান (৩৮) কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।
নিহত আবদুল মান্নান কাথা‌রিয়া ইউ‌নিয়‌নের ১নং ওয়া‌র্ডের আবু আহম‌দের পুত্র। আহতরা হ‌লেন একই এলাকার ২নং ওয়া‌র্ডের মৃত র‌ফিক আহম‌দের পুত্র মো: ইউনুছ (৪২) ও মৃত হা‌ফেজ আহম‌দের পুত্র নুরুল আলম (৪৫)। তারা স্থানীয় ভা‌বে চি‌কিৎসা গ্রহণ করেছেন।
এ ঘটনায় শোক জ্ঞাপন ক‌রেন কাথ‌রিয়া ইউ‌নিয়ন পরিষ‌দের চেয়ারম‌্যান মো. শাহ জাহান চৌধুরী। তি‌নি ব‌লেন, খা‌লের পা‌নি‌তে বোট নামানোর সময় দুর্ঘটনার শিকার হ‌য়ে মৃত‌্যুবরণকারী জে‌লের প‌রিবার‌কে ৫ হাজার টাকা এবং আহত‌দেরকে ২ হাজার টাকা ক‌রে ব‌্যক্তিগত পক্ষ থে‌কে প্রদান কর‌বেন তি‌নি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages