মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকার দোহারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৭ জনকে অর্থদন্ড ও বিনামূল্যে মাক্স বিতরণ করেছে। উপজেলার কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
মঙ্গলবার সন্ধ্যায়, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে, উপজেলার কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে পথচারীসহ ৭ ব্যাবসায়ীকে আটক করে।
পরে ভ্রাম্যমাণে ৭ জনকে অর্থদন্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ জনের মাঝে মাক্স বিতরণ করেন।
জ্যোতি বিকাশ চন্দ্র একুশে মিডিয়াকে বলেন, সরকারি নির্দেশ অমান্য করে এবং স্বাস্থ্যবিধি না মেনে বাজার ও জনসমাগমপূর্ণ স্থানে ঘোরাঘুরি করায় ৭ জনকে মোট ১ হাজার ৮ শত টাকা অর্থদন্ড দেওয়া হয়।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা স্যারের ব্যবস্থাপনায় শতাধিক মানসম্মত মাক্স বিতরণ করা হয়। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment