দোহারে প্রবাসীর স্ত্রী পরকিয়ায় ৫ মাসের গর্ভবতী! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 7 June 2020

দোহারে প্রবাসীর স্ত্রী পরকিয়ায় ৫ মাসের গর্ভবতী!

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকার দোহারে পরকিয়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা (কাতার প্রবাসীর) স্ত্রী বৈশাখী। গত ৬ দিন আগে বিয়ে করেছেন, উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা এলাকার মুসলেম উদ্দিনের ছেলে মামুন (২৮)কে। এই নিয়ে চলছে ঐ এলাকায় কানাঘষা।
জানা যায়,গত শনিবার উপজেলার জয়পাড়া ক্লিনিকের ডা. ডি.এন লাভলী পরিক্ষার মাধ্যমে ঐ মহিলার অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করেন।
অন্তঃসত্ত্বা বৈশাখী আন্তা (বাগের কাছা) গ্রামের দলিল উদ্দীনের ছেলে (কাতার প্রবাসী) সুজনের স্ত্রী ও দক্ষিণ জয়পাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে।
বৈশাখীর শ্বশুর দলিল উদ্দীন জানান, পারিবারিক ভাবে গত ১৪ মাস আগে ঐ মেয়ের সাথে বিয়ে হয় সুজনের । বিয়ের কিছু দিন পরই ছেলে প্রবাসে চলে যায়।  প্রায় এক বছর হয় প্রবাসে আছে৷ বেশ কিছুদিন দিন ধরে বৈশাখীর চাল চলনে আমাদের সন্দেহ হয়। পরে দোহার জেনারেল হাসপাতালে নিয়ে পরিক্ষা করালে, ডা, তাকে সাড়ে চার মাসের গর্ভবতী ঘোষণা করেন। এ ঘটনা বৈশাখীর পিতা-মাতা জানতে পেরে ঐ রাতেই পরকিয়ার প্রেমিক মুসলেমের ছেলে মামুনের সাথে তাকে বিয়ে দেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages