মহেশখালীতে সাংবাদিকের উপর হামলাকারী কায়সার গ্রেপ্তার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 2 June 2020

মহেশখালীতে সাংবাদিকের উপর হামলাকারী কায়সার গ্রেপ্তার

শফিউল আলম মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালীতে সাংবাদিক তারেকের উপর হামলার এজাহারভূক্ত আসামী মোঃ কায়সার মহেশখালী থানা পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃত কায়সার ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত সোলাইমানের পুত্র।
আজ (২ জুন-২০২০) সন্ধ্যা ৭টায় গোরকঘাটা রশিদ মিয়া ব্রিজের কাছ থেকে মহেশখালী থানার এসআই গাজী মোর্শেদ আলম তাকে আটক করে। এসময় কায়সার তার পরিবার সহ ঢাকায় পালিয়ে যাচ্ছিলো বলে জানা যায়।
কায়সারের আটকের বিষয়টি প্রকাশ পেলে তার লোকজন সাংবাদিক তারেক অাজিজ এর পরিবারকে হুমকি দিচ্ছে বলে জানান হামলার শিকার হওয়া সাংবাদিক তারেক অাজিজ।
কিছু দিন আগে হামলাকারী কায়সার মহেশখালী গোরকঘাটা বাজারে ভাতের হোটেলে টেবিল বয়ের চাকরি করা কায়সার রাতারাতি ইয়াবার আশীর্বাদে আঙুল ফুলে কলা গাছ হয়ে অর্থের জোরে অনেক অপকর্ম করেছে বলেও জনশ্রুতি রয়েছে।
কিছুদিন পূর্বে মহেশখালীতে দেড় লক্ষ  ইয়াবা উদ্ধারেও কায়সার জড়িত বলে বিভিন্ন গণমাধ্যমে ও পএিকায় সংবাদ প্রকাশিত হয়।
এই ব্যাপারে মহেশখালী থানার অপারেশন অফিসার গাজী মোর্শেদ আলম জানান, এজাহারনামীয় আসামী কায়সার স্বপরিবারে ঢাকায় পালিয়ে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছেন।
নানা অপকর্মে সাথে জড়িত কায়সারকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রশাসনকে সাধুবাদ জানান অএ এলাকাবাসীরা।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages