ঢাকার দোহারে উপজেলা নির্বাহী কর্মকর্তা
আফরোজা আক্তার রিবাকে বিদায়ী শুভেচ্ছা জানালেন, সহকারি কমিশনার (ভূমি)
জ্যোতি বিকাশ চন্দ্র ও উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মূর্শিদী।
সোমবার
দুপুর ১২ টায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ও
প্রকৌশলী হানিফ মোহাম্মাদ মূর্শিদীর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা
আফরোজা আক্তার রিবাকে বিদায়ী শুভেচ্ছা জানান।
বিদায়ী ইউনিও রিবা বলেন,
দোহার উপজেলার মানুষ গুলো আমার স্বজনের মত। সে সাথে আমার সহকর্মীরা ভাই ও
বোনের মত ছিল। সকলের মায়া ছেড়ে যেতে না চাইলেও, পদন্নোতি হওয়ায় সকলকে ছেড়ে
যেতে হচ্ছে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা দপ্তরের সকল অফিসার গণ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment