সবুজ সরকার, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা ইউ এনও অফিস কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি সদ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানকে ক্রেস্ট ও বিশেষ উপহার সামগ্রি দিয়ে সম্মাননা জানানো হয়।
বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লাহ, বড়ধুল ইউপি চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা, বেলকুচি ইউপি চেয়ারম্যান সোলোয়মান হোসেন, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান মাহবুব রহমান শামীম, দৌলতপুর ইউপি (প্যানেল)চেয়ারম্যান আলতাফ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment