মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকার দোহারে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। বর্ষার প্রারম্ভেই বেড়েছে নদীর পানি। আর পানির স্রোতে ভেঙে যাচ্ছে নদীর তীরবর্তী পাড় এলাকা। গত ৭দিনে উপজেলার নয়াবাড়ি,বাহ্রাঘাট,বিলাশপুর,
সরেজমিনে দেখা যায়, উপজেলার নয়াবাড়ি,বাহ্রাঘাট,বিলাশপুর,
যার ফলে দোহারের মৈনটঘাটসহ বেশকিছু জায়গায় এইবছরেও নদী ভাঙন দেখা দিয়েছে৷ বেশ কিছু জায়গায় নদী বাঁধ প্রকল্পের জন্য কংক্রিটের ব্লক তৈরি করা হলেও লকডাউনের সময়ে কর্মীদের অভাবে সেটা স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার বলেন, দোহারের মানুষের বহুদিনের সপ্ন পূরণের লক্ষে মাননীয় এমপি মহোদয় ইতোমধ্যে একাধিক বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। খুব শীঘ্রই দোহারবাসী নদী ভাঙনের অভিশাপ থেকে মুক্ত পাবে বলেও তিনি মনে করেন।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন একুশে মিডিয়াকে জানান, দোহার মূলত পদ্মা নদী বেষ্টিত হওয়াতে প্রতি বছর বর্ষা মৌসুমে নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়।বিষয়টি নজরে এনে মাননীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব তার নিরলস চেষ্টায় দোহারকে রক্ষা করতে পদ্মা রক্ষা বাঁধ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।করোনাকাল শেষ হলে নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তন করে বাঁধ নির্মাণ করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment