সিরাজগঞ্জের
বেলকুচিতে অপহরণের ৬ দিন কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর সাথে
সম্পৃক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে বেলকুচি উপজেলার
রাজাপুর ইউনিয়নের রান্ধুনিবাড়ির একটি ধুনচা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে
বেলকুচি থানা পুলিশ।
জানাযায়, উদ্ধারকৃত কিশোরের নাম ইয়ামিন (১০)। সে উপজেলার চররান্ধুনি বাড়ি গ্রামের লাল চানের ছেলে।
ইয়ামিনের
চাচা লাল মিয়া জানান, গত ২৫ জুন আমার ভাতিজা ইয়ামিন বাড়ি থেকে নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়ার ১ দিন পরে আমার মুঠোফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ফোন
আসে। ফোন পেয়ে আমরা থানায় গিয়ে একটি সাধারণ ডাইরি করি। আজ পুলিশ আমরা
ভাতিজার লাশ উদ্ধার করেছে।
বেলকুচি
থানা অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বিপিএম / পিপিএম বলেন , আমরা
ইয়ামিন নামের এক কিশোরের রান্ধুনিবাড়ি গ্রামের একটি ধুনচা ক্ষেত থেকে লাশ
উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিব হসপিটালে প্রেরণ করা হয়েছে। হত্যার সাথে জড়িত সুমন
নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment