আল আমিন মুন্সী:
করোনার মধ্যে ও মাদক কারবারিরা চালিয়ে যাচ্ছে তাদের কর্যক্রম। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার করিয়া রায়পুরা থানাধীন করিমগঞ্জ নয়াহাটি এলাকায় রায়পুরা থানার এসআই অভিজিত চৌধুরী ও এএসআই মোকাদ্দম হোসেন, অভিযান পরিচালনা করে শনিবার সন্ধায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
আসামীরা হলেন। মোঃ আমির হোসেন (৪২) দ্বিতীয় আসামী হলেন ফরহাদ মৃধা (৩২) তৃতীয় আসামী হলেন মোঃ মোমিন মিয়া (৩৬) নামে এই তিন মাদক ব্যবসায়ী রায়পুরা উপজেলার চিহ্নিত ব্যবসায়ী। এ বিষয় এসআই অভিজিত চৌধুরী বলেন।
এই তিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করি, প্রথম আসামী করিমগঞ্জ নয়াহাটি এলাকার এরশাদ মিয়ার ছেলে। দ্বিতীয় আসামী করিমগঞ্জ মৃধাবাড়ীর আবুল খায়ের এর ছেলে।
তৃতীয় আসামী আদিয়াবাদ উত্তরপাড়া এলাকার সাইফুল ইসলাম এর ছেলে। এই তিন আসামী ভয়ানক করোনা ভাইরাস মহামারী উপেক্ষা করে মাদক ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment