সৈকত আচার্য্য, বিশেষ প্রতিবেদক:
একুশে মিডিয়া/এসএ
চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বাঁশখালী উপজেলা শাখা উপ-কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির সভাপতি সফিকুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী আবদুস ছবুর স্বাক্ষরিত পত্রে ১৫ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা উপ-কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির নির্বাচিতরা হলেন, আহবায়ক আরিফুল ইসলাম টিপু, যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন, মো. হোসাইন (১), মো. আবদুল মান্নান, সচিব জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. এবাদুল হক, মো. রেজাউল করিম, মো. ছগির ও সদস্য নির্বাচিত করা হয় মো. মনসুর আলী, মো. হোসাইন, মো. সিরাজদ্দৌল্লাহ, মো. মজিদ মানিক, মো. বেলাল উদ্দিন, মো. সুফি আলম, মো. জিয়াবুল হক। এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) বিকেলে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বারইয়ার হাটস্থ উপজেলা শাখার কার্যালয়ে এ উপলক্ষে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত বাঁশখালী উপজেলার উপ-কমিটির নব-নির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment