একুশে মিডিয়া, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পশ্চিম সিপাহির পাড়া ২নং ওয়ার্ডে (পাহাড়ি জমি) পানের বরজের তলার বিষয় নিয়ে আপন ছোট ভাইয়ের রড়ে আঘাতে বড় ভাই খুন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০ টার সময় ছোট মহেশখালীর পশ্চিম সিপাহির পাড়ার বটতলী এলাকায়।
নিহতের নামঃ সলিম উল্লাহ (৪৫)। নিহত সলিম উল্লাহ পশ্চিম সিপাহির পাড়ার মৃত গোলাল আহমদের পুত্র।জানাযায়, পাহাড়ি জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা নিজ বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড় দিয়ে আপন বড় ভাই সলিম উল্লাহকে মাথায় বড় ধরনের আঘাত করে তার ছোট ভাই ঘাতক নছর উল্লাহ।
মুমুষ অবস্থায় গুরুতর আহত সলিম উল্লাহকে তার মা ও ভাইগণ উদ্ধার করে রাত ১১ টায় মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করে।ঘটনার পর পর মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে অভিযানে চালাচ্ছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment