একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক- কবি: রিনা রহমান:
সেদিন একটি সুন্দর রাতছিল।
তোমার আমার,ছিল কষ্টের একটি প্রেমকক্ষশূন্য ছিল,
কেউ ছিলনা
কেবল তুমি আর আমি
একটা মানুষের নিরন্তন আত্ম চিৎকার।
তোমার আমার,ছিল কষ্টের একটি প্রেমকক্ষশূন্য ছিল,
কেউ ছিলনা
কেবল তুমি আর আমি
একটা মানুষের নিরন্তন আত্ম চিৎকার।
স্বপ্ন আয়নায় পরিচিত মুখ ছিলাম
সেদিন তুমি আমি,
বদলে গেছে সেই নতমুখী প্রেম,
আধো ঘুম ভাঙ্গা সারা রাতজ্বলে জ্বলে কষ্ট পুড়ায়,
কাউকে হয়তো সুখি করতে,
গুমোট হৃদয় জুড়ে নামছে আজ প্রেম মৃত্যুর জয় উল্লাস,
তবুও প্রেম যেন স্রোতের ধারা
সেদিন একটি রাত ছিল তোমার আমার,
আমার অব্যক্ত কথা.....বলবো ভেবে ছিলাম কিন্তু বলা হয়নি.....
সেদিন তুমি আমি,
বদলে গেছে সেই নতমুখী প্রেম,
আধো ঘুম ভাঙ্গা সারা রাতজ্বলে জ্বলে কষ্ট পুড়ায়,
কাউকে হয়তো সুখি করতে,
গুমোট হৃদয় জুড়ে নামছে আজ প্রেম মৃত্যুর জয় উল্লাস,
তবুও প্রেম যেন স্রোতের ধারা
সেদিন একটি রাত ছিল তোমার আমার,
আমার অব্যক্ত কথা.....বলবো ভেবে ছিলাম কিন্তু বলা হয়নি.....
কখন কিভাবে কষ্টের বিষণ্ণ রাতে জমে শিশির,
ফেলে আসা রাত আজ বড় অসহায়,বদলে গেছে,
বদলে গেছে রাত আর লাবণ্যময় এ জীবন।
মনে কর সেদিন একটা রাত ছিল তোমার আমার,
কিভাবে এ রাতের প্রশংসা লিখিবলো।
লজ্জায় অবনত স্বপ্নেরা আজ সব মিথ্যাবাদী,
হাতে হাত ধরে আশ্চর্য ভাবে দাঁড়িয়ে আছে সে রাতের স্বপ্নেরা,
সেই আর একটি রাত দেখার অপেক্ষায়।
ফেলে আসা রাত আজ বড় অসহায়,বদলে গেছে,
বদলে গেছে রাত আর লাবণ্যময় এ জীবন।
মনে কর সেদিন একটা রাত ছিল তোমার আমার,
কিভাবে এ রাতের প্রশংসা লিখিবলো।
লজ্জায় অবনত স্বপ্নেরা আজ সব মিথ্যাবাদী,
হাতে হাত ধরে আশ্চর্য ভাবে দাঁড়িয়ে আছে সে রাতের স্বপ্নেরা,
সেই আর একটি রাত দেখার অপেক্ষায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment