সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মো.আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের চরভাড়া (মাঝেরগাঁও) গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। গতকাল বুধবার দুপুরে নিজ বাড়ীর পাশে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো.ইমতিয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, বন্যার কারনে বাড়ীর পাশেই পল্লী বিদ্যুতের ক্যাবল ঝুলে পড়ে ছিলো। দুপুরে কলাগাছের ভেলায় চড়ে আবুল হোসেন নিজ বাড়ী থেকে বের হওয়ার পর পানির পাশের পল্লী বিদ্যুতের ক্যাবলের সাথে বাঁশের লগিতে লেগে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আখলুছ মিয়া।
পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করেন। ছাতক থানার ওসি (তদন্ত) মো.মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment