সুনামগঞ্জ পৌর শহরে বন্যা কবলিত ৮ শতাধিক শরনার্থী পরিবারের
মাঝে জেলা প্রশাসকের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার
দুপুুরে র্পৌর শহরের কুরবান নগরসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৮শতাধিক বন্যা
কবলিত মানুষজনের মাঝে শুকনো খাবার চিড়া,মুড়ি, গুড়, সাবান ও রান্না করা
খিছুড়ি তুলে দেন জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ।
এসময়
উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানোর রহমান, সদর উপজেলা নিবার্হী অফিসার
ইয়াসমিন নাহার রুমা,সাবেক পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য মো:
নুরুল ইসলাম বজলু, ,পানি উন্নয়ণ বোর্ডের নিবার্হী পৌকশলী মো: সহিবুর রহমান,
সদর উপজেলা সহকারী ভূমি আিফসার মো: আরিফ এহসান, কুরবান নগর ইউনিয়ন
চেয়ারম্যান মো: আবুল বরকত প্রমূখ।
এসময় জেলা প্রশাসক
আব্দুল আহাদ বলেন গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা
পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নি¤œাঞ্চলের গ্রামগুলি পানিতে ডুবে যাওয়ায় হাজার
হাজার মানুষ পানি বন্দি হয়ে আছেন । আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য
আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছি এবং সরকারের পর্যাপ্ত পরিমান বরাদ্দ রয়েছে।
বন্যা কবলিত শরনার্থীদের মাঝে বিতরণ কাজ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment