লেখক-সুুলতানা বেগম:
জীবনের প্রথম ঈদ
নেই কোন আয়োজন
নেই কোন সমাগম।
নেই কোন ছুটোছুটি
কেনাকাটা টুকিটাকি।
রকমারী রান্না
বর্ফি, কাস্টার্ট,ফালুদা
সাজাতে সাজাতে
বাজে রাত বারোটা।
তবু্ও বাকি থাকে-
কি? না না
থাকনা কিছু সিকরেট
বলতাম বাসায় এসো
নইলে
ফাঁকিতে পড়বে বুঝলে।
মেহমান? হুম
মেহমান আনাগোনা
চেনা জানা
কেউ বাদ যায়না
এবার কি হবে?
সময় কথা বলবে।
হুম, তবে যদি বেরোতে হয়
মাস্কটা সংগে রাখবে
দুরে দুরে কথা হবে
কোলাকুলি নাইবা করলে
শুভেচ্ছা বানী?
চলবে মুখে মুখে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment