একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-রিনা রহমান:
কারনে অকারনে মরে যেতে ইচ্ছে করে;
এতকিছুর ভিড়েও এইসব আকাশে চোখ পড়লে
আমার আরো একটু বাঁচতে ইচ্ছে করে।
আমার তখন আকাশের পরে থাকা আরশ
এবং তার অধিপতির কথা মনে পড়ে।
আমার তখন খুব করে বেঁচে থাকতে ইচ্ছে করে।
এইসব বেঁচে থাকার উপাদান মুঠোবন্দি করতে
কোন কোন দিন আমি শহুরে আকাশে পাখি হয়ে যাই। মেঘ হয়ে ভেসে যাই জীবনের জলে।
তারপর মনে হয়- জীবনের জন্য
বেঁচে থাকার চেয়ে বড় আর কিছু নাই।
আকাশ-গল্প।
একুশে মিডিয়া/এমএসএ
লেখক-রিনা রহমান:
কারনে অকারনে মরে যেতে ইচ্ছে করে;
এতকিছুর ভিড়েও এইসব আকাশে চোখ পড়লে
আমার আরো একটু বাঁচতে ইচ্ছে করে।
আমার তখন আকাশের পরে থাকা আরশ
এবং তার অধিপতির কথা মনে পড়ে।
আমার তখন খুব করে বেঁচে থাকতে ইচ্ছে করে।
এইসব বেঁচে থাকার উপাদান মুঠোবন্দি করতে
কোন কোন দিন আমি শহুরে আকাশে পাখি হয়ে যাই। মেঘ হয়ে ভেসে যাই জীবনের জলে।
তারপর মনে হয়- জীবনের জন্য
বেঁচে থাকার চেয়ে বড় আর কিছু নাই।
আকাশ-গল্প।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment