গাইবান্ধায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে বুলবুল মন্ডল(৩৫)
নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় দুটি গরুরও মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে
সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।
জানা
গেছে, আজ রবিবার (৫ জুলাই) কৃষক বুলবুল তার বাড়ীর পাশে মাঠ থেকে গরু আনতে
গেলে হঠাৎ বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। এসময় বুলবুলের একটি এবং তার
প্রতিবেশী আইয়ুব আলীর একটি গরু মারা যায়।
নিহত বুলবুল মন্ডল উপজেলার পদুমশহর ইউনিয়নের আব্দুস ছাত্তার মন্ডলের ছেলে।
এ বিষয়ে পদুমশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন একুশে মিডিয়াকে জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে আমিও শুনেছি এবং তিনি শোক প্রকাশ করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment