বাঁশখালীতে ৩ হাজার ৫'শ পিচ ইয়াবাসহ আটক ৩ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 18 July 2020

বাঁশখালীতে ৩ হাজার ৫'শ পিচ ইয়াবাসহ আটক ৩

সৈকত আচার্য্য, বিশেষ প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার দক্ষিণ পুঁইছড়ি নতুন পাড়া ফুটখালি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৫'শ পিস ইয়াবা উদ্বার করা হয়। এ ঘটনায় শনিবার (১৮ জুলাই) পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছেন বলে জানিয়েছেন এস,আই নাজমুল হক| জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ পুইছডি ইউনিয়নের নতুনপাড়া ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে সি,এনজি অটো-টেক্সিতে তল্লাশি চালিয়ে তাদেরকে ৩ হাজার ৫'শ পিচ ইয়াবাসহ আটক করে | আটককৃতরা হলেন-কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগাহ গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী রাশেদা বেগম প্রকাশ কালা বানু( ৪০), তার স্বামী নুর মোহাম্মদ ও একই এলাকার মোঃ ইউনুসের কন্যা আখি মনি(১৪) । এব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, উপজেলার দক্ষিণ পুঁইছড়ি নতুন পাড়া ফুটখালি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৫'শ পিস ইয়াবা উদ্বার করা হয়।তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলেও তিনি জানান। 

একুশে মিডিয়া/এসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages