মহামারি করোনা ভাইরাস
প্রতিরোধে জনসচেতনায় আপ্রান চেষ্টা করছেন ঢাকা-১ আসনের এম,পি সালমান এফ
রহমান, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
চলছে প্রতিটি এলাকায় লাগাতার অভিযান ও
বিতরণ করা হচ্ছে মাক্স। রবিবার সকালে, দোহার উপজেলা সহকারি কমিশনার
(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে, উপজেলার কার্তিকপুর, থানার মোড়,
মৈনট ও মেঘুলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
স্বাস্থ্য বিধি না মেনে
চলার অপরাধে ১২ জন পথচারীকে আটক করেন। পরে তাদের সচেতনা মূলক
স্বীকারোক্তিতে ছেড়ে দেওয়া হয় এবং তারের প্রত্যেকের মাঝে মাক্স বিতরণ করে।
জ্যোতি বিকাশ চন্দ্র দৈনিক তৃতীয় মাত্রাকে জানায়, সরকারের পাশা পাশি এম,পি
স্যার করোনা প্রতিরোধে জনসচেতনায় আপ্রান চেষ্টা করছেন। তাই থেমে নেই
প্রশাসনের অভিযান এবং সেই সাথে চলছে মাক্স বিতরণ। লাগাতারে চলবে আমাদের এ
অভিযান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment