নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে সম্প্রতি অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়া দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সহ ৩৮টি পরিবারের মাঝে ঢেউটিন এবং অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৮জুলাই) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে আটোয়ারী উপজেলা প্রশাসন ঢেউটিন ও চেক বিতরণের আয়োজন করে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওয়ালিফ মন্ডল ও রাধানগর ইউ’পি চেয়ারম্যান মো: আবু জাহেদ ও ধামোর ইউ’পি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক তুলে দেন।
উল্লেখ্য, উপজেলার নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ধামোরহাট আদর্শ বালিকা বিদ্যালয় ও মোলানী আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেককে ৩ বান্ডিল ঢেউটিন ও ৯ হাজার টাকার চেক এবং ব্যক্তি পর্যায়ের ক্ষতিগ্রস্থ প্রত্যেককে ২ বান্ডিল ঢেউটিন ও ২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment