গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী পুলিশ তদন্ত
কেন্দ্রের পুলিশ এক অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করেছে।
১৫ জুলাই (
বুধবার) রাত অনুঃ ১১ টায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জুয়া ও
মাদক মুক্ত রাখার নির্দেশনার প্রেক্ষিতে হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ
পরিদর্শক রাকিব হোসেনের নেতৃত্বে এএসআই রফিকুল ইসলাম , এ এস আই ডালিম মিয়া
, এ এস আই রবিউল ইসলাম, এ এস আই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার
তালুকজামিরা গ্রামের জনৈক ময়নুল ইসলাম রাব্বী এর তালুক কেওড়াবাড়ী গ্রামস্থ
মৎস খামার এর মধ্য একটি পাকা ঘরে অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া
খেলারত অবস্থায় মোনারুল ইসলাম (৪০) পিতাঃ মৃত মজিবর রহমান সাং- খামার
মামুদপুর, মাহবুব্ব মিয়া (২৯) পিতাঃ মৃত জলিল উদ্দিন, চান মিয়া সাবু মিয়া
(৩৭) পিতাঃ মৃত মোজাম্মেল হক, শহিদুল ইসলাম (৪৫) পিতাঃ মৃত রহিম উদ্দিন,
জাফরুল ইসলাম রিয়ন (৪০) পিতাঃ মোঃ আঃ হামিদ , রায়হান কবির রুপম (৪০)
পিতাঃ মোঃ আজিজুল ইসলাম চৌধুরী সর্ব সাং- তালুকজামিরা চৌধুরী থানা পলাশবাড়ী
জেলাঃ গাইবান্ধাদের আটক করা হয়।
এ সময়ে তাদের নিকট হতে ৭০১০/- (সাত
হাজার দশ টাকা) ও ০১টি মটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে
মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
হরিনাবাড়ী তদন্ত
কেন্দ্রের আইসি এ প্রতিবেদককে জানান, জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে
থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment