মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাকে চোর-ডাকাত, মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত করে সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে নবাগত ওসি একেএম সফিকুল আলম চৌধুরী সারাদেশের ন্যায় কুতুবদিয়ায়ও বিট পুলিশ কার্যক্রম চালু করেছেন। পুলিশ সেবা জনগণের নিকট পৌঁছে দিতেে এ উপজেলার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বড়ঘোপ ইউনিয়ন পরিষদে বিট পুলিশ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়।
বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম.শহিদ উদ্দিন ছোটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ওসি একে,এম সফিকুল আলম চৌধুরী বলেন, ‘পুলিশকে জনগণের বন্ধু করুন। আমরা কুতুবদিয়াকে সন্ত্রাস, চোর-ডাকাত, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সমস্যা মুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সন্ত্রাস, চোর-ডাকাত, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের সঠিক তথ্য দিন। আপনাদের সহযোগিতা আমাদের অভিযানকে আরো গতিশীল করবে। সন্ত্রাসসহ সমাজে কোন বিশৃংখলাকারীর সাথে আমাদের কোন আপোষ নেই। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।’ তিনি আরো বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী দ্বারাও যদি কোন ব্যক্তি হয়রানির শিকার হন তাহলেও জানান। আমি তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তিনি কুতুবদিয়াকে সন্ত্রাস, চোর-ডাকাত ও মাদক মুক্ত রাখতে সকলের আন্তরিক সহযোগিতার আহবান জানান।’
কুতুবদিয়া থানার এসআই মোসলেম উদ্দিন বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বড়ঘোপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, ইউপি সদস্য মাহবুল আলম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) আনোয়ার হোছাইন, বড়ঘোপ ইউপি সদস্য শারমিন আকতার ঊর্মি, শাহানা বেগম, লাইলা বেগম, হেলাল উদ্দিন, জিয়াউল হক জিয়া, নাছির উদ্দিন, জিয়াউর রহমান, মোরশেদ আলম মুকুল, আশরাফ আলী, নাছির উদ্দিন, রেজাউল করিম সাংবাদিক এম.এ মান্নান, নজরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ,মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে মিডিয়া/এসএ
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment