মোঃ
জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
পদ্মা নদীর পানি বৃদ্ধি হওয়ায়, ঢাকার
দোহারে নয়াবাড়ী ধোয়াইর বাজার রক্ষায় বেঁড়ি বাঁধ উপচে পানি প্রবেশ করায়
ভোগান্তিতে পরেছে প্রায় ১২ শত পরিবার । পশ্চিম ধোয়াইর এলাকার জনসাধারন চরম
ঝুঁকিতে পাড় করছে দিন ও রাত, পানিতে তলিয়ে যাচ্ছে নিচু গ্রামগুলো।
স্থানীয়
জনসাধারণের দাবি এলাকাটিকে পদ্মার হাত থেকে রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ না
করলে অচিরেই পদ্মা নদীর গর্ভে চলে যাবে ধোয়াইর বাজারসহ আশে পাশের বেশ
কয়েকটি এলাকা।
ধোয়াইর বাজারের ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ দিন যাবত পদ্মা নদী
শাসনে বাধ নির্মাণ কাজ চলমান থাকলেও ধীরগতিতে কাজ করার কারনে নয়াবাড়ী’র
ধোয়াইর বাজারসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা ও কৃষিজমি গুলো
চরম ঝুঁকির মধ্যে রয়েছে।যে কোন সময় এসব গ্রামীণ অবকাঠমো পদ্মা নদীর গর্ভে
চলে যেতে পারে বলে মনে করেন তারা।
স্থানীয় পিরু মিয়া বলেন, এমনিতেই করোনা
ভাইরাসের কারনে দোহারের চর অঞ্চলের অভাবী মানুষগুলো চরম অনিশ্চতার মধ্যে
জীবনযাপন করছেন। তার মধ্যে গত কয়েক দিন যাবত ধোয়াইরে বাধ অতিক্রম করে
তীব্রবেগে গ্রামে পানি প্রবেশ করছে ।
শ্রমজীবি সাধারণ মানুষের এমনিতেই কাজ
নেই এখন কি করবে তারা। কোথায় যাবে ঘরবাড়িতে পানি প্রবেশ করলে।
নয়াবাড়ি
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান একুশে মিডিয়াকে বলেন, চলমান মৌসুমে পদ্মা
নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারনে বাধ অতিক্রম করে পানি গ্রামে প্রবেশ করেছে।
এখনো মারাত্মক আকার ধারণ করেনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
বিলাসপুর ইউপি
চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা একুশে মিডিয়াকে বলেন, পদ্মার পানি, তীর উপচে গ্রামে প্রবেশ
করছে। তবে সড়ক- সেতু এখনো পানিতে তলিয়ে যায় নি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment