সবুজ
সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচি পৌর এলাকায়
গাড়ামাসী গ্রামে আফজাল হোসেনের বাড়িতে ঝর্না খাতুন (২২) নামে এক
অন্তঃসত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের স্বজনদের দাবি
তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী রুহুল আমিন ও শ্বাশুরিকে
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।
মৃতের স্বজনরা জানান, শুক্রবার বিকালের দিকে বাড়িতে গেলে ঘরের ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান তারা।
ঝর্নার
মা ও বোন জানান, তার স্বামী রুহুল আমিন পারিবারিক কলহের জের ধরেই তাদের
মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো। ঝর্নাকে তার স্বামী মারধর করতেন বলেও জানায়
স্বজনেরা। পারিবারিক কলহের জেরেই শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে
ধারণা করা হচ্ছে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ ওসি
বাহাউদ্দীন ফারুকী বিপিএম/পিপি এম জানান, নিহতের খরব জানার পর ঘটনাস্থল
থেকে মরদেহ উদ্ধার করেছি।রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়না
তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ
করা হবে। তবে স্বামী রুহুল আমিন ও তার মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য
থানা হেফাজতে আনা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment