ঈদে মানুষ যেন নিরাপদে বাড়ী ফিরতে পারেন সে জন্য প্রস্তুত পুলিশ: গাইবান্ধা পুলিশ সুপার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 30 July 2020

ঈদে মানুষ যেন নিরাপদে বাড়ী ফিরতে পারেন সে জন্য প্রস্তুত পুলিশ: গাইবান্ধা পুলিশ সুপার

একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় মানুষ যাতে নিরাপদে বাড়ী ফিরতে পারে সে জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ। যেকোন অপশক্তি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ।
আজ ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাইবান্ধা জেলার  পলাশবাড়ী উপজেলার চৌমাথায় স্বাস্থ্য বিধি, গাড়ীর ভাড়া বৃদ্ধি এবং মহাসড়কে পরিবহন চাঁদাবাজি বন্ধ সংক্রান্ত বিষয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম।
তিনি আরও বলেন, মাদকের সাথে পুলিশের কোন আপোষ নয়, মাদকের সাথে জড়িতদের পুলিশ ছাড় দিবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এডিশনাল এসপি (হেড কোয়ার্টার) আবু খায়ের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পলাশবাড়ী পৌর প্রশাসক আবু বকর প্রধান।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গাইবান্ধা জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার মকবুল, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা  আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, ওসি তদন্ত মতিউর রহমান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর নুর আলম, পলাশবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর নাসির, সার্জেন্ট আজিজ, সার্জেন্ট সুজন, থানা পুলিশ সদস্য সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages