বাঁশখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের আওতায় ২ টি মৎস্য সংঘটনের
মাঝে উপকরণ বিতরণ করা হয়ে। রবিবার উপজেলা পরিষদের মাঠে কাতারিয়া ও
শিলকূপের দুটি সংগটনের মাঝে উপকরণ বিতরণ করা হয়। উপকরণ প্রাপ্ত মৎস্য
চাষীরা হলেন।
শিলকূপ মনো সেক্স তেলাপিয়া মৎস্য চাষীরা দলের সভাপতি মোহাম্মদ
আলমগী, ও কাতারিয়া মনো সেক্স তেলাপিয়া মৎস্যচাষী দলের সভাপতি নুরুল আলম,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য
কর্মকর্তা ফরহানা লাভলি উপসহকারী পরিচালক টিপু সুলতা, বাঁশখালী উপজেলা
সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান এনটিপি প্রল্পের সম্প্রসারণ
কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন যুবউন্নয়ন সুপারভাইজার মামুনুর
রশিদ,সমাজসেবা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসে।
এ-সময় প্রধান অতিথি বলেন এসব
উপকরণ থেকে উপার্জিত আয়ের সম্পূর্ণ এলাকায় মৎস্য খাতে বিনিয়োগ করে
বেকারত্ব গুছাবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment