লেখক: সুলতানা বেগম:
প্রচন্ড গরমে অতিষ্ঠ ক্ষনে যদি বারি ঝরে অঝোরে
মন বলে প্রতিক্ষায় ছিলাম আকাশপানে চেয়ে।
প্রচন্ড শীতে ধরে যদি ঠকঠক কাঁপুনি
সূর্যকিরণের ছোঁয়া লেগে উষ্ণতা ফিরে আসে।
যদি প্রচন্ড তেষ্টায় প্রানটা যায় যায়
এক ফোটা নোনাজলও অমৃত প্রায়।
প্রচন্ড কষ্টে যদি মমতার ছোঁয়া লাগে
বাঁধ ভাঙ্গা অশ্রু অঝোরে গড়িয়ে পড়ে।
বন্ধুত্ব মানে হলো প্রানখুলে কথা বলা
কখনো থাকবেনা তাতে গোপন ছলাকলা।
প্রেম নিবেদন যদি হয় কোন অপাত্রে
প্রেমের পবিত্রতা ডাস্টবিনে চাপা পড়ে।
ভালোবাসি শব্দ যদি প্রতারনার জাল বুনে
বিবর্ণ মনে হয় বিশাল নীল আকাশটাকে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment