মুজব বর্ষ উপলক্ষে মাননীয়
প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশে রংপুর পলিটেকনিক
ইনস্টিটিউটের মেধাবী ছাত্রলীগ নেতা মান্নান আহমেদ "শুভ" এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন
স্থানে বৃক্ষরপণ কর্মসূচি পালন করেন ছাত্রলীগ , সেই সময় উপস্থিত ছিলেন ,
পলিটেকনিকেলের পাওয়ার ডিপার্টমেন্টের সি আই এর শিক্ষক রুহুল আমিন । আরো
উপস্থিত ছিলেন পলিটেকনিকেলে ছাত্র জিহাদ ও আহমেদ ।
একুশে মিডিয়া/এমএসএ
বানানের দিকে নজর দেয়া উচিৎ
ReplyDelete