এবারের
ঈদুল আযহায় টিভি নাটকে সুন্দর একটি গল্প নিয়ে বানানো নাটকে শুটিং
করেছেন। আনিসুর রহমান মিলন এর বিপরীতে অভিনয় করেছেন বর্তমানের জনপ্রিয় মডেল
ও অভিনেত্রী পড়শী রুমি।
ঈদের নাটক নিয়ে অভিনেত্রী পড়শী রুমি এর সাথে
কথা বললে তিনি বলেন, আমি যে এবারের ঈদের অর্থাৎ ঈদুল আযহা এর জন্য নাটকে
অভিনয় করলাম সেটা অসাধারণ একটি গল্প মূল কাহিনী হলো করোনাকে নিয়ে নাটকের
নাম (লাভ) মেঘমালা কথাচিত্র প্রতিষ্ঠানের প্রযোজনায়।
আহমেদ শাহাবুদ্দীন এর
রচনা, ওবিদ রেহানের পরিচালনায় ঢাকাতে শুটিং করা হয়েছে। করোনায় আক্রান্ত
দুটি ছেলে মেয়ের গল্প । আক্রান্ত মেয়েটিকে সেবা করে সুস্থ করে বাড়িতে
পাঠিয়ে আক্রান্ত হয় ছেলেটি , তারপর শুরু হয় বেচে থাকার লড়াই, এই নাটকে আরো
অভিনয় করেছেন তারিক স্বপন সহ অনেকে,এই নাটকের গল্পটা অনেক সুন্দর করে তৈরি
করা হয়েছে।
আমি আশা বাদী দর্শকরা নাটকটি টিভির পর্দায় দেখে আনন্দিত
হবেন। কারন এক কথায় গল্পটা অসাধারণ সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো
সুস্থ থাকি এবং সব সময় ভালো থাকি। সকল কে সুন্দর সুন্দর নাটক উপহার দিতে
পারি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment