নদী-শ্রীমতি ডলি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 25 July 2020

নদী-শ্রীমতি ডলি

একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:

লেখক-শ্রীমতি ডলি:
তোমার গৃহের পরতে পরতে
মিশে আছে আমার অস্তিত্ব,
ধীরে ধীরে খুন করেছো আমায়
হৃদয় চেঁচে পাচার করেছ -
লরি লরি বালি, নিয়েছ নুড়ি-পাথর
নীরব আর্তনাদ! এখনও ভাসে বাতাসে,
গগনচুম্বী ছাদে - চাঁদের দিকে হাত
বাড়াও , কোনদিনই ছুঁতে পার নি!
একসময় আমার বুকে ভেসে থাকতো -
পূর্ণচন্দ্র, স্রোতের টানে সে কেঁপে উঠতো,
তুমিও দেখেছো সেই রূপ!
তুলে নিয়েছ দু-আঁজলা জল,
আনন্দে ভিজিয়েছ তোমার পা।
শুধুই ভোগ করেছো আমাকে,
ভালবাসনি কোনদিন ... তাই,
থেমে গেছে তর্ তর্ করে বয়ে চলা।
একফোঁটা চোখের জল কি ফেলেছো!
আমার শুকিয়ে যাওয়া
মৃত শরীরের দিকে তাকিয়ে।।
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages