মহেশখালী প্রতিনিধি:
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে 'মহেশখালী
উপজেলা শ্রমিকলীগ এর আওতাধীন মহেশখালী পৌরসভা বাবুর্চি শ্রমিকলীগ এর
পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়েছে।
মহেশখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আব্দু
শুক্কুর, সাধারন সম্পাদক আলহাজ্ব সরওয়ার আলম এর উপস্থিতিতে ৫৫ সদস্য
বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। কমিটিতে মোহাম্মদ জাকেরকে সভাপতি ও নুরুল
আবছার কে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি আমান উল্লাহ, মোঃ নেজাম মোঃআজগর
হোসেন,মোহাম্মাদ নুরুল আলম,মোঃ নুরুচ্চফা, মোঃএরশাদ,মোহাম্মদ মোস্তাক সহ ৫৫
জন বিশিষ্ট সদস্য করে আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন দেন। এতে আরো
উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক হেলাল।
বাবুর্চি শ্রমিকলীগ আহবায়ক- রবিউল আলম সি.যুগ্ম আহবায়ক- মোঃ হোসন, যুগ্ম
আহবায়ক- সিদুল দে, নুরুল আজিম,সহ নেতৃবৃন্দরা। উপজেলা শ্রমিক লীগের সাধারণ
সম্পাদক আলহাজ্ব সরওয়ার আলম জানান,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা
হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মহেশখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের
সিদ্ধান্তে২১/০৭/২০২০ ইং উপজেলা জাতীয় শ্রমিকলীগের স্বাক্ষরিত প্রেস
বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানানো হয়।
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment